Jukti Takko: 'দায়িত্বজ্ঞানহীন সমালোচনা হতে পারে না', যুক্তি তক্ক অনুষ্ঠানে আর কী বললেন কুণাল ঘোষ ?
ABP Ananda LIVE : কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনা অত্যন্ত নিন্দাজনক । যে বা যারা করেছে কড়া সাজা দেওয়া উচিত । প্রত্যেক দোষীকে গ্রেফতার করতে হবে । নজিরবিহীন শাস্তি দিতে হবে । অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছেন, CPIM এর সময় খুন হত। গঠনমূলন সমালোচনা হোক, কিন্তু দায়িত্বজ্ঞানহীন সমালোচনা হতে পারে না । বিজেপির জায়গাতেও নির্বাচনী সন্ত্রাস, মৃতদেহের মিছিল হয়েছে । বাংলায় কমানোর চেষ্টা চলছে'। যুক্তি তক্ক অনুষ্ঠানে এসে বললেন কুণাল ঘোষ।
Jukti Takko: 'বাংলা নিজের মেয়েকে চায়, অথচ তামান্নার বাঁচার অধিকার নেই!' বললেন দীপ্সিতা ধর
'অনেকে বলতে পারেন নিছক দুর্ঘটনা..উন্মত্ত জনতার বোমায় হত্যা তামান্না..কারও না কারও প্রাণ নিতেই হবে..'বাংলা নিজের মেয়েকে চায়, অথচ তামান্নার বাঁচার অধিকার নেই..বাড়ির লোক তালিকা দিয়েছেন, বেশিরভাগ অধরা..এখনও অবধি অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা? যাঁরা তামান্নার মা-বাবার কথা শুনেছেন তাঁরা জানেন এটা দুর্ঘটনা নয়..তিলোত্তমা থেকে তামান্না মহিলা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব না?' যুক্তি তক্ক অনুষ্ঠানে এসে বললেন দীপ্সিতা ধর..

















