Jukti Takko: RG কর আন্দোলন বৃহত্তর দুর্নীতির বিরুদ্ধে লড়াই: জহর সরকার
ABP Ananda Live: 'এত প্রমাণ থাকা সত্ত্বেও দুর্নীতি গ্রস্থদের চার্জশিট দেওয়া হল না কেন ? বাংলার চারিদিকে দুর্নীতি দেখা যাচ্ছে। যেভাবে সরকারি ব্যবস্থা চলছে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমার চাকরি জীবনে এত খারাপ অবস্থা দেখিনি। রাজ্য সরকার-CBI দ্রুত ফাঁসি চাইছে। RG কর আন্দোলন শুধু অভয়া কেন্দ্রিক ছিল না। রাস্তায় নামা মানুষ জানতে চাইছিল আমরা বীতশ্রদ্ধ। RG কর আন্দোলন বৃহত্তর দুর্নীতির বিরুদ্ধে লড়াই। অনেকে বলছেন কোথাও কি সমঝোতা হয়েছে। নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করেননি অমিত শাহ। টুকরো টুকরো ছবি দেখে লোকে বলছে সমঝোতা হয়ে থাকতে পারে। সংসদে আদানি ইস্যুতে তৃণমূল গেল না ইটা চোখে লাগল।' আর জি কর কাণ্ড নিয়ে মন্তব্য জহর সরকারের।
তদন্তে ফাঁক রেখে পুলিশ আর CBI, একসুরে বলছে, "সঞ্জয়ের ফাঁসি চাই"। রায় শেষে তবু থাকে প্রশ্নের দল, অসহায় মা-বাবার যন্ত্রণা-সম্বল। যুক্তি-তক্কো।




















