Jukti Takko : নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে যুক্তি তক্কো অনুষ্ঠানে রাজ্যসরকারকে আক্রমণে শতরূপ ঘোষ
ABP Ananda LIVE : 'বামফ্রন্ট সরকারের সময় নিয়োগে দুর্নীতি হচ্ছে এই অভিযোগে মিছিলের সুযোগ মুখ্যমন্ত্রীর হয়নি I সিপিএমের আমলে শিক্ষকের রাস্তায় আন্দোলনে বসে থাকত না I তৃণমূলের আমলে সাধারণ মানুষ রাস্তায় বসে থাকে আর সরকারের লোকেরা বালি গরু চুরি করে বেড়ায় I শূন্যপদ পশ্চিমবঙ্গে আগেও ছিল I আজ পর্যন্ত পয়সা ছাড়া একটিও নিয়োগ হয়নি বর্তমান সরকারের আমলে I কনসেন্ট ওড়ার দিয়ে দেওয়ার পর রিভিউ পিটিশনের কোনও মানে হয় না', নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজ্যসরকারকে আক্রমণে শতরূপ ঘোষ I
চাকরিহারা শিক্ষকদের ইস্যু নিয়ে যুক্তি তক্কো অনুষ্ঠানে কী বললেন দেবাংশু I সরাসরি
নেতাজি ইন্দোরের ও আগামীকালের মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনও বিরোধ নেই। সরকার কী চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সিবিআই তদন্তকে কোর্ট গুরুত্ব দেয়নি। আমাদের বিশ্বাস সবাই পরীক্ষায় অংশ নেবেন। যতগুলো CBI তদন্ত হয়েছে, কিচ্ছু হয়নি। টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণের দায়িত্ব ছিল সিবিআইয়ের। আজ অবধি করতে দাঁড়িয়ে একটা নাম বলতে পেরেছে? সিবিআই তদন্তকে সুপ্রিম কোর্ট কোনও গুরুত্ব দেয়নি। ১৬ সালের প্যানেল, ৫ বছরে কোনও মামলা হল না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষার মামলাগুলো নেওয়ার পরই এই ছবি।




















