Kali Puja : দীপাবলিতে শব্দ দানবের দাপট, নিষেধ উড়িয়ে কলকাতা জুড়ে দেদার ফাটল শব্দবাজি
ABP Ananda LIVE : এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার ৬৪০। বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৮৩। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৪৫১, জুয়া খেলার অভিযোগে ধৃত ৬ । বাজেয়াপ্ত ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৮৮২। 'গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম', '১০০-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে', আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, জানালেন সিপি। রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের তাণ্ডব। গতবারের মত না হলেও, এ বছরও আলোর উৎসবে বহাল থাকল শব্দ-সন্ত্রাস। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সবুজ বাজিতে ছাড় থাকলেও, শব্দবাজির আওয়াজে কান ঝালপালা হওয়া থেকে রক্ষা পেল না রাজ্যবাসী। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানালেন,"গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম থাকলেও, একাধিক এলাকা থেকে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ১০০-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।"

















