Kalyan Banerjee: 'রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে কী হবে', কসবাকাণ্ডে ফের বিস্ফোরক কল্যাণ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের বিবৃতির পরেও অবস্থানে অনড় কল্যাণ । 'জিরো টলারেন্সের কথা বলছেন' । 'জিরো টলারেন্স ঘটনা ঘটার আগে না পরে?' 'এই ঘটনা আমি মানতে পারছি না'। 'যতই গালিগালাজ করুন, আমি প্রতিবাদ করবই' । নিরাপত্তার কথা বলছেন, নেতাদেরই তো নিরাপত্তা দেওয়া উচিত' । রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে কী হবে, মন্তব্য কল্যাণের
আরও খবর...
আসানসোলে একটি আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ । আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ঘটনা । শনিবার রাতে আবাসনের নীচের তলা থেকে ধোঁয়া হয় । আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে
তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি
কসবা থানার পর এবার আইন কলেজে জাতীয় মহিলা কমিশন । নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান NCW । ৫ সদস্যের SIT-এর সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা NCW-এর


















