Kalyan Banerjee: 'এই ছেলেগুলো যত কম এগুলো করবে, অভিষেকের জন্য় ততই মঙ্গল হবে', কেন এই মন্তব্য কল্যাণের ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলে শিক্ষা সেলে রদবদলে যারা বাদ পড়েছিলেন, তাঁরা সরাসরি অভিযোগ করেছিলেন, তাঁরা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোক বলেই, তাঁদের সঙ্গে এমনটা করা হল। যদিও আজ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বললেন, এসব কথা বলে ওরা আসলে অভিষেকেরই ক্ষতি করছে। সম্প্রতি তৃণমূলের শিক্ষা সেলের নতুন রাজ্য় কমিটি থেকে সরানো হয়েছে একাধিক শিক্ষক নেতাকে। তারপরই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কারণে রোষানলে পড়তে হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে সরব হয়েছেন একের পর এক শিক্ষক নেতা। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বললেন--- 'এইসব ছেলেমানুষি কথাবার্তা হচ্ছে। এই ছেলেগুলো যত কম এগুলো করবে, অভিষেকের জন্য় ততই মঙ্গল হবে। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে, তৃণমূল কংগ্রেস করতে গেলে, দিদি যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল।
এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন কল্য়াণ বন্দোপাধ্য়ায়
'দিদি আছে বলে আছি, না হলে নেই। দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না।' এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন কল্য়াণ বন্দোপাধ্য়ায়। তিনি বলেছেন, 'দু-তিন জন মন্ত্রী এমন বোঝায় না, মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের। হাফহার্টেড ফ্যাক্টস বলে তারা।' এতেই প্রশ্ন উঠছে, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের নিশানায় কোন মন্ত্রীরা? বর্ষীয়াণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলছেন--- 'আমাকে যদি বলে আমার চালচলন দেখলে, তাঁর দলে থাকতে ইচ্ছে করে না, তখন আমি দল ছেড়ে দেব। আমার চালচালনে যদি খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় তাহলে আমি থাকব না।' মন্ত্রীদের আক্রমণ করলেও, কুণাল ঘোষের সঙ্গে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুর মিলে গেছে। তিনি বলেছেন--- 'যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায়, তারা চুপচাপ হয়ে যায়। আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি। আমি আর কুণাল মুখ খুলেছি।' আবার কুণাল ঘোষও বলছেন, 'আমি কল্যাণ ও কয়েকজন সরব ছিলাম। এটা তো ঠিক বাকিরা সেই সময় আমাদের মতো সরব হয়নি।'

















