Kamarhati: কামারহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা
কামারহাটিতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। কামারহাটির আনোয়ার বাগানে উদ্ধার করা হয়েছে ১৪টি তাজা বোমা। পরিত্যক্ত বাড়িতে কীভাবে কারা রাখল বোমা? তদন্ত শুরু করল পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।
জম্মুর ত্রিকুটানগরে আইইডি (IED) সহ গ্রেফতার করা হয়েছে এক জঙ্গীকে। পাঁচ কেজি আইইডি সহ গ্রেফতার করা হয় এক জঙ্গীকে।
জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম।
কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত ভ্য়াকসিনের দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।