Kasba News: কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা, লালবাজারে প্রতিবাদে বিজেপি বিধায়করা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা, লালবাজারে প্রতিবাদে বিজেপি । লালবাজারে প্রতিবাদ-বিক্ষোভে বিজেপির কর্মীরা । রাস্তায় বসে বিক্ষোভে বিজেপি বিধায়করা । লালবাজারের সামনে পথ অবরোধ বিজেপির
রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের । বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে তুলল পুলিশ
আরও খবর...
চাকরি চাইতে গিয়ে জুটল লাঠিপেটা। এমনই দৃশ্যর সাক্ষী হল শহর। চাকরি বাতিল ইস্যুতে আজ জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সেই দাবি মতো কসবায় DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ চলে। সেই সময়ই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এদিন বিক্ষোভের শুরুতেই গোল বাধে। 'বিচারের দাবি' নিয়ে সুর চড়াতেই টেনে হিঁচড়ে সরানো হল চাকরিহারা শিক্ষকদের।
তবে পিছু হটেননি চাকরিহারারা। নিজেদের দাবি তুলে ধরতে ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টাও করেন তাঁরা। সেই সময়ই পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম বাধে। এমনকী মহিলা শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বেধড়ক মেরেছে পুলিশ এমনই অভিযোগ চাকরিহারাদের। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে অনেক চাকরিহারা অসুস্থও হয়ে পড়ে। লাঠির আঘাতে আহত হন কয়েকজন।



















