Kaushik Sen: জঘন্য ঘটনা বারবার আসা উচিত মানুষের সামনে। ABP Anandaকে পুলিশের চিঠি নিয়ে মত কৌশিক সেনের
ABP Ananda LIVE : আইসিকে কদর্যভাষায় হুমকি দিলেন অনুব্রত, আর পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ! ৬ দিনেও অধরা, তাও নিষ্ক্রিয় বলায় আপত্তি জানিয়ে কার্যত হুঁশিয়ারি! পুলিশকে কেষ্টর কুকথা, অডিও টেপ সম্প্রচার বন্ধে এবিপি আনন্দের সম্পাদককে পুলিশেরই আইনি পদক্ষেপের হুমকি! এরকম জঘন্য ঘটনা বারবার আসা উচিত মানুষের সামনে। অনুব্রত ইস্যুতে, এবিপি আনন্দকে পুলিশের চিঠি দেওয়া নিয়ে মত অভিনেতা কৌশিক সেনের।
পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক
বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। মেডিক্যাল সার্টিফিকেট দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী! ব্লক মেডিক্য়াল অফিসার অফ হেলথ! অর্থাৎ সরকারি চিকিৎসক। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল।
নিয়ম বলছে একজন BMOH কখনও কোনও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে পারেন না! তদন্তের নির্দেশ দিয়েছে বেসরকারি মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ।

















