Kolkata Fire: গার্স্টিন প্লেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শহরের অগ্নি সুরক্ষা বিধি নিয়ে প্রশ্ন
ভোর রাতে ৫ গার্স্টিন প্লেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একটি পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্য়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এক পাশে সেন্ট জনস চার্চ ও অন্য়দিকে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। এই হেরিটেজ এলাকায় আগুনে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্য়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ঘটনাস্থল থেকে দমকলের সদর দফতরের দূরত্ব ১০ মিনিটের হলেও খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আসে দমকল।
সাত দিনের ব্য়বধানে কলকাতায় ফের ভয়াবহ আগুন। ভোর রাতে আগুন লাগল ৫ গার্স্টিন প্লেসের একটি বাড়িতে। কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। বাড়ির ভিতরে একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর আগুনের উৎসে পৌঁছেছেন দমকলকর্মীরা।