Fire News: ফের অগ্নিকাণ্ড শহরে, ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার
ABP Ananda Live: ফের অগ্নিকাণ্ড শহরে । এবার সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড। সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার।
ফের দুর্যোগের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস
ফের দুর্যোগের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এদিন কলকাতায় কোনও সতর্কতা না থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে অন্যান্য জেলায়। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল IMD। IMD সূত্রে খবর, কলকাতায় এদিন তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়ার্স। সকাল সাড়ে ৮টা নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ এবং বিকেলে তা ৬৯ শতাংশ। আগামীকাল ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, সন্ধ্যা ৭ টা থেকে ২-৩ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৩ কিমি থেকে ৫৯ কিমি পর্যন্ত হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায়। সেই মতোই গতকাল পূর্বাভাস মিলিয়েই গতকাল তুমুল ঝড় ও বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কোথাও গাছ উপড়ে ও কোথায় বাজ পড়ে একাধিক মৃত্যু হয়েছে। হাইটেনশন কারেন্টের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গতকাল সন্ধ্যারাত থেকেই কমবেশি অনেক জায়গায় টানা ভোগান্তি চলেছে।





















