Kolkata Jagannath Temple: এবার কলকাতার মাটিতেই জগন্নাথ দেবের দর্শন পাবে রাজ্যবাসী!
ABP Ananda Live: দিঘার পর এবার কলকাতার মাটিতেই জগন্নাথ দেবের দর্শন পাবে রাজ্যবাসী। কলকাতার আনন্দপুরে প্রায় ৮-১০ কাঠা জমির উপর তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আসন্ন অক্ষয় তৃতীয়ার দিনে তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষের উদ্যোগে তৈরি হওয়া এই মন্দিরের উদ্বোধন করা হবে।
স্থিতিশীল ইন্দ্রানুজ, কবে হাসপাতাল থেকে মুক্তি? জানিয়ে দিল কর্তৃপক্ষ
ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। যাদবপুর কাণ্ডের এক সপ্তাহের মাথায় কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে আহত ইন্দ্রানুজ। কাটা হয়েছে চোখের চারপাশের ১৪টি সেলাই।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন প্রথম বর্ষের পড়ুয়া পাটুলির বাসিন্দা ইনদ্রানুজ রায়। গাড়ি থামার পর সবাই মিলে যখন টেনেহিঁচড়ে চাকার নীচ থেকে বের করলেন, তখন তিনি আহত, রক্তাক্ত। আহত ছাত্রকে ভর্তি করা যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে। এদিন বৈঠকে বসে কেপিসি-র মেডিক্যাল বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া হবে আহত ছাত্রকে। এই ঘটনায় আট দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। কেপিসি হাসপাতাল সূত্রে খবর, তাঁর চোখের চারপাশের সেলাই কাটা হবে। পায়ের চোটের অবস্থাও ভাল। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ইন্দ্রানুজকে।


















