Kolkata News : পুলিশ সুপার সেজে প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে পুলিশের জালে জাল SP
ABP Ananda LIVE : রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি যাওয়ার পর, নাম ভাঁড়িয়ে পুলিশ সুপার সেজে প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে পুলিশের জালে জাল SP। পুলিশ সূত্রে খবর, ধৃত সুস্মিত সেন নিজেকে রণজয় চট্টোপাধ্যায় বলে পরিচয় দিয়ে বানিয়ে ফেলেছিল নকল পরিচয়পত্র। নীল বাতি লাগানো গাড়ি, পুলিশের স্টিকার সাঁটা বাইকে ঘুরে বেড়ানোর পাশাপাশি, পুলিশ সুপারের পোশাকও ব্যবহার করত। পুলিশ অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকাও হাতিয়ে নেয় অভিযোগ। উত্তর ২৪ পরগনার আমডাঙা থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল রাতে আমডাঙা ও গড়ফা থানার পুলিশ গড়ফার একটি বাড়িতে যৌথ অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মেডিক্যাল পরীক্ষা করাতে গিয়ে আসামি পালিয়ে যাওয়ায় হোমগার্ডের চাকরি চলে যায় অভিযুক্তের। গড়ফার ফ্ল্যাটে মিলেছে জাল নথি, সাড়ে ৫ লক্ষ টাকা, পুলিশের পোশাক আইফোনের লেটেস্ট মডেল-সহ লক্ষাধিক টাকা দামের তিন-তিনটি মোবাইল ফোন।



















