Kolkata News: এখন কী অবস্থা গার্ডেনরিচে হেলেপড়া ২টি বহুতলের ? খতিয়ে দেখল এবিপি আনন্দ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এখনও এক বছর হয়নি। রাতের অন্ধকারে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছিল ১২ জনের। তারপর সামনে এসেছিল হেলেপড়া ২টি বহুতলের ছবি। এক বছর পরর কী অবস্থা সেই ২টি বহুতলের? ট্যাংরায় বহুতল বিপর্যয়ের মাঝে খতিয়ে দেখল এবিপি আনন্দ।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার
CBI-এ অনাস্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর দাবি, প্রথম চার্জশিটে ২০ জনের উল্লেখ ছিল। পরে তিনি আরও কয়েকজনের নাম বলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। ২ অভিযুক্তের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেখানে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের। ২০২১ সালে বিধানসভা ভোটের গণনার দিন অর্থাৎ ২ মে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।



















