Kolkata Shoot Out: কলকাতা, বেলঘরিয়া থেকে বসিরহাট, মালদা-একের পর এক শ্যুটআউট | ABP Ananda LIVE
West Bengal News: ভোট মিটতেই শুরু দুষ্কৃতী তাণ্ডব। কলকাতা, বেলঘরিয়া থেকে বসিরহাট, মালদা-একের পর এক শ্যুটআউট। তৃণমূলকর্মী-সহ গুলিবিদ্ধ ৩।
ফের হলদিয়া বন্দরে অগ্নিকাণ্ড । হলদিয়া বন্দরের ২নং বার্থে ক্রেনে আগুন । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল হলে সেটা হবে এবারই প্রথম। এর পাশাপাশি সূত্রের আরও খবর, কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। সেটাও হবে রাজ্যস্তর থেকে। অর্থাৎ, ছাত্র সংসদ, কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এই বার্তা এই সরকারের প্রথম নয়। ২০২২-এও ভেবেছিল, কিন্তু 'তীরে এসে তরি' ডোবার মতো শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করতে পারেনি। ২০২৩ সালে তো সিদ্ধান্ত হয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল।