Swastha Sathi : 'টক টু মেয়রে' ফোন করে জানানোর ২৪ ঘণ্টার মধ্য়েই স্বাস্থ্য়সাথীর কার্ড
ABP Ananda LIVE : এক ফোনেই মিলল সুরাহা। 'টক টু মেয়রে' ফোন করে জানানোর ২৪ ঘণ্টার মধ্য়েই স্বাস্থ্য়সাথীর কার্ড পেলেন কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার ও তাঁর পরিবার। 'স্বাস্থ্য় সাথী'র কার্ড পেতে বারবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও মিলছিল না সুরাহা। শুক্রবার কলকাতা পুরসভার 'টক টু মেয়র' চলাকালীন ফোন করে নিজের সমস্য়ার কথা জানান পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার। সেই অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই ওই পরিবারের হাতে কার্ড তুলে দিলেন কলকাতার মেয়র।
SSC Case: চাকরি অনিশ্চিত, চোখে জল নিয়ে ফুটপাতেই ছাত্রদের খাতা দেখলেন চাকরিহারা শিক্ষিকা
চাকরি অনিশ্চিত তবুও কর্তব্য়ে অনড়। গরমের ছুটির পরই বেরোবে রেজাল্ট। চোখে জল, ফুটপাতে বসে ছাত্রদের খাতা দেখলেন এক শিক্ষিকা। পূর্ব বর্ধমানের স্কুলের শিক্ষিকা জানালেন, আন্দোলন তাঁকে চালিয়ে যেতে হবে। দুর্নীতিতে হকের চাকরি চলে গিয়েছে। চাকরি বাঁচাতে পারবেন কি না, জানেন না। কিন্তু প্রতিবাদ চালিয়ে যাবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি রয়েছে। তাই পড়ুয়াগের প্রতি নিজের দায়-দািত্ব পালন করছেন। আন্দোলনও ছাড়তে পারবেন না, খাতাগুলিও দিতে হবে সময়ের মধ্যে। তাই রাস্তায় বসেই খাতা দেখলেন ওই শিক্ষিকা।



















