Kolkata News: স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে হত্যা, অপরাধ কবুল ধৃতের
ABP Ananda LIVE: দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্টোনম্যানের টার্গেট ছিল শুধু ফুটপাতবাসীরাই? এর আগে স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসীকে মারার ঘটনা ঘটে। ধৃতের সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে রবীন্দ্র সরোবর ও লেক এলাকায় ফুটপাতবাসীদের ব্লেড ও পাথর দিয়ে মারার অভিযোগ রয়েছে। এ সবের নেপথ্যেও কি শরৎ বসু রোডে ফুটপাতবাসী খুনে ধৃত রাজু নস্কর? খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ।
পুরুলিয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার, অবরোধকারীদের উপর লাঠিচার্জ পুলিশের
পুরুলিয়ার আড়ষায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে স্থানীয়দের ডাকা বন্ধ ঘিরে ধুন্ধুমার। জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। শেষে অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে ১৬ জুলাই আড়ষা থানায় ডেকে মারধর করা হয় বিষ্ণু কুমার নামে ওই ব্যক্তিকে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ জুলাই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, থানায় ডেকে মারধরের কারণেই এই মৃত্যু। ময়নতদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশ দাবি করে, ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্রের রোগের কারণে মৃত্যু। মৃতের শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন নেই। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে আজ আড়ষা বন্ধের ডাক দেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে তুলকালাম বাধে।



















