Kolkata News: 'থানায় ডেকে বলল টাকা দিয়ে মিটিয়ে নাও', ঠাকুরপুকুরকাণ্ডে বিস্ফোরক আক্রান্তের পরিবার
ABP Ananda LIVE : 'থানায় ডেকে বলল টাকা দিয়ে মিটিয়ে নাও', ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ আক্রান্তের পরিবারের। স্টিয়ারিংয়ে মত্ত পরিচালক, বেপরোয়া গতির বলি পথচারী! ঠাকুরপুকুরে রাস্তা ছেড়ে বাজারে গাড়ি, পরপর ধাক্কা, মৃত্যু। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার সিরিয়ালের পরিচালক। গাড়ির ধাক্কায় মৃত্যু, গ্রেফতার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। 'ফূর্তি করতে গিয়ে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে মেরেছেন', এখনও ২জন হাসপাতালে ভর্তি, কোর্টে সওয়াল সরকারি আইনজীবীর। 'শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাগানবাড়িতে পার্টি। রাতভর পার্টি করার পরে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে গাড়ি। ডায়মন্ড হারবারে রোডে উঠতে গিয়ে বাজারে ঢুকে পরপর ধাক্কা', অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযুক্ত সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস গ্রেফতার। জামিনের আবেদন খারিজ, ১০ এপ্রিল পর্যন্ত সিদ্ধান্ত দাসের পুলিশ হেফাজত। কীভাবে ঠাকুরপুরে ঘিঞ্ঝি বাজারে ঢুকে পড়ল গাড়ি? পুলিশের নজরদারি কোথায়?


















