Kolkata News: 'জামাকাপড় নিয়ে খুব বাজে মন্তব্য করছিল', মন্তব্য লেকটাউন আক্রান্ত দম্পত্তির
ABP Ananda Live: এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। মহিলার স্বামী প্রতিবাদ করায়, তাঁকে মারধর করা হয়। মহিলা বাঁচাতে গেলে তাঁর শ্লীলতাহানি করে মত্ত যুবকরা। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ জনকে হাতেনাতে ধরে ফেলে। 'আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, কিছু দুষ্কৃতী দাঁড়িয়েছিল, জামাকাপড় নিয়ে খুব বাজে মন্তব্য করছিল। আমার স্বামী প্রতিবাদ করতে গিয়ে একটা চড় মারে। তারপর আমার স্বামীকে লোহার রড নিয়ে মারতে আসে ', মন্তব্য লেকটাউন আক্রান্ত দম্পত্তির ।



















