Blood Donation Camp : রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল ৮৭ ওয়ার্ড নাগরিক সম্মেলন
ABP Ananda LIVE : গরমকালে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে বহু সামাজিক সংগঠন। রবিবার তেমনি এক রক্তদান শিবিরের আয়োজন করল ৮৭ ওয়ার্ড নাগরিক সম্মেলন। ছিল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এই উদ্যোগে তাদের সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ।
আরও খবর, পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !
পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুরনো জরাজীর্ণ সেতুতে কীভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

















