Kunal Ghosh: 'প্রেডিকটেবল হয়ে যাচ্ছে কোর্টটা, এটা দুর্ভাগ্যজনক', কোন প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ?
ABP Ananda Live: OBC-রায়ের পুনরাবৃত্তি হল, শিক্ষাকর্মীদের ভাতার ক্ষেত্রেও। চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীদের ভাতা দেওয়ার সরকারি নির্দেশিকায় শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এরপরই ফের একবার বিচারব্যবস্থার একাংশকে নিশানা করলেন কুণাল ঘোষ। বললেন, 'কোন চেয়ার থেকে কী নির্দেশ আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টি বিলি করবে, প্রেডিকটেবল হয়ে যাচ্ছে কোর্টটা, এটা দুর্ভাগ্যজনক।' কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে আইনজীবীদের একাংশ। নিন্দায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম।
এবার গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার। ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ নামায় স্পষ্টই বলেছেন, 'যখন দেশের সর্বোচ্চ আদালত কোন নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে জানায়, তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে, তাদের সরকারি কোষাগার থেকে কোনও সাহায্য করা উচিত নয়।' এই প্রেক্ষাপটে চাকরিহারারা সরাসরি রাজ্য় সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলছেন। তাঁদের সাফ কথা, 'সরকারের যদি সদিচ্ছা থাকত, তাহলে যোগ্য-অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্য এই ব্যবস্থা করতে পারত। তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারত।' রাজ্য় সকারের প্রতি চাকরিহারাদের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরাও। পাল্টা তৃণমূলও যুক্তি খাড়া করেছে।



















