Kunal Ghosh: 'তদন্ত হোক, সত্যি হলে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করুক পুলিশ', পোস্ট কুণাল ঘোষের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের, সমাজমাধ্যমে সরব অভিযোগকারিণী । 'তদন্ত হোক, সত্যি হলে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করুক পুলিশ' । রাজ্য পুলিশ দয়া করে বিষয়টি দেখুক, এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের । তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের
আরও খবর..
রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (East Medinipur) একটি খাল থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২০০টি চালের বস্তার গায়েই সরকারি ছাপ রয়েছে। এর ফলে এই চালের বস্তাগুলিকে (Rice bag) রেশনের বলে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ব্রিজের নিতে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে চালের বস্তাগুলো খাল থেকে তোলে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলল, কী কারণে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)