Lake KaliBari : বিপত্তারিণী পুজো উপলক্ষে লেক কালিবাড়িতে পুণ্যার্থীদের ঢল, কী এই ব্রত-র মাহাত্ম্য?
ABP Ananda LIVE : বিপত্তারিণী পুজো উপলক্ষে কলকাতার লেক কালিবাড়িতে নেমেছিল পুণ্যার্থীদের ঢল। কথিত আছে রথ ও উল্টোরথের মধ্যে মঙ্গল ও শনিবার দুর্গার আরেক রূপ বিপত্তারিণীর পুজো হয়। ব্রতের আচার অনুসারে দেবী বিপত্তারিণীকে সবকিছু ১৩ টি করে উৎসর্গ করতে হয়।১৩ রকমের নৈবেদ্য-ফল-পান-সুপুরি উৎসর্গ।রথ ও উল্টোরথের মধ্যে মঙ্গল ও শনিবার দুর্গার আরেক রূপ বিপত্তারিণীর পুজো হয়। বিপত্তারিণীর পুজো উপলক্ষে গত সপ্তাহে কলকাতার লেক কালীবাড়িতে নেমেছিল পুণ্যার্থীর ঢল। পরিবারের মঙ্গলকামনায় দূর দূরান্ত থেকে বিপত্তারিণী পুজো দিতে আসেন বহু মহিলারা।
আরও খবর...
রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের রাতের খাবার নিয়ে কটাক্ষ বীরবাহা হাঁসদার
রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন ‘মুরগিও যে লজ্জা পাবে’। সাধারণ কারও মন্তব্য হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হতো না। কিন্তু, কমেন্ট করেছেন ঝাড়গ্রাম শহরের তৃণমূল বিধায়িকা, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।



















