Madan on Kasba Incident: ছাত্রী না গেলে ওই ঘটনা ঘটত না। কসবকাণ্ডে মদন-মন্তব্যে সমালোচনার ঝড়
ABP Ananda LIVE :কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই মদন মিত্রের বক্তব্য নিয়ে বিতর্ক। 'ওখানে যদি ওই ছাত্রী না যেতেন, তাহলে এই ঘটনা ঘটত না', মদন মিত্রের মন্তব্যকে হাতিয়ার করে আসরে বিজেপি। নির্যাতিতার ঘাড়েই দায় চাপানোর চেষ্টা, পোস্ট অমিত মালব্যর।
West Bengal News Live: কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।


















