Suvendu Adhikari: মহেশতলা সংঘর্ষেও NIA তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর | Maheshtala| ABP Ananda
ABP Ananda Live: 'মহেশতলায় সংঘর্ষ, এখনও পর্যন্ত ২৬জন ক্ষতিগ্রস্ত'। 'স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ-প্রশাসন'। 'একদিকে ১৬৩ ধারা জারি করে মহেশতলায় যেতে বাধা'
'আরেকদিকে মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে'। 'মহেশতলায় মাথায় আঘাত করা হয়েছে, দোকান লুঠ হয়েছে'। এখনও আতঙ্কে রয়েছেন মহেশতলার বাসিন্দারা: শুভেন্দু অধিকারী । 'আমরা আদালতে গিয়েছি, মামলা দায়ের করতে বলেছে স্পেশাল বেঞ্চ'। মহেশতলা সংঘর্ষেও আমরা NIA তদন্ত চাই: শুভেন্দু অধিকারী। 'মোথাবাড়ির মতো কোর্টের অনুমতি নিয়েই এলাকায় যেতে চাই'। 'ভিডিও দেখিয়ে যা করার করব, যত দূর যাওয়ার যাব'। মন্তব্য শুভেন্দুর।
আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার।জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এদিকে শেষ দুই ঘণ্টায় ককপিটে ঠিক কী হয়েছিল, সেই যাবতীয় রহস্যভরা ২টি বক্সের একটি এবার উদ্ধার হয়েছে, এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। আমেদাবাদে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি Black Box উদ্ধার সম্ভব হয়েছে। আরেকটির খোঁজে তল্লাশি চলছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
আমদাবাদ বিমানবন্দরে কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার বিমান? যান্ত্রিক ত্রুটি? নাকি এর পিছনে নাশকতাও থাকতে পারে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্বচ্ছ তদন্ত চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। স্পষ্ট ব্য়াখ্য়া দাবি করেছেন অখিলেশ যাদব। কয়েক সেকেন্ডের মধ্য়ে সব শেষ। মৃত্য়ু মিছিল। লন্ডন যাওয়ার জন্য় বিমানে উঠেছিলেন যাত্রী এবং চালক-সহ বিমানের কর্মীরা। কয়েক মিনিট পর ভাঙা থেকে বেরোল পুড়ে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া একের পর এক মৃতদেহ। বিমান যে বাড়িতে আছড়ে পড়ে, সেটা একটা মেডিক্য়াল কলেজ। সেখানেও অনেকের মৃত্য়ু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কিন্তু, এত ভয়াবহ একটা বিপর্যয় ঘটল কীকরে? এত মানুষের মৃত্য়ু হল কেন? যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাকি নাশকতা? এই বিপর্যয়ের পরই বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছে।


















