Mamata Banerjee: 'TMC-এর পিছনে থাকলে, আমাদের বিধায়কের বাড়ি হত না', মুর্শিদাবাদকাণ্ডে মন্তব্য মমতার
ABP Ananda Live: 'যেখানে গন্ডগোল সেখানে জিতেছে কংগ্রেস'। 'ওদের পরিস্থিতি শান্ত করা উচিত ছিল'। 'তৃণমূল কংগ্রেস এর পিছনে থাকলে, আমাদের বিধায়কের বাড়ি,পার্টি অফিসে ভাঙচুর হত না'। 'উস্কানিমূলক কথা বলতে এখানে আসিনি'। '২৬ হাজার শিক্ষকের চাকরি একতরফাভাবে গিয়েছে'।
অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হলেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়।


















