Mamata Banerjee: লোকসভায় কাগজ ছোঁড়ার প্রসঙ্গে ব্য়াখ্য়া দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সাসপেনশন ইস্য়ুতে দুহাজার ছয় সালে বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ টেনে বারবার মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সেই বিধানসভায় দাঁড়িয়েই, গোটা ঘটনা থেকে নিজের দূরত্ব তৈরির চেষ্টা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, তৎকালীন সরকার তাঁকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, তাই তিনি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে গেছিলেন। সেদিন তাঁর দল ক্ষুব্ধ হয়েছিল। বিধানসভার টেবিল কিম্বা চেয়ার, তিনি নিজে কোনও কিছুতেই হাত দেননি। একই সঙ্গে ২০০৫ সালের ৪ অগাস্ট লোকসভায় কাগজ ছোঁড়ার প্রসঙ্গেও ব্য়াখ্য়া দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।


















