Mamata Banerjee: 'অসম থেকে NRC-র নোটিস, অসমের বিজেপি সরকারকে ধিক্কার', আক্রমণ মমতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঝাড়গ্রামের মানুষ শান্তিতে আছে, অনেক উন্নয়ন হয়েছে' । 'বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসতে পারত না' । 'লালগড় থেকে বেলপাহাড়ি যেতে ভয় পেত'। 'ঝাড়গ্রামের মানুষ ভালো আছেন এটাই বড় পাওনা'। 'বাংলা ভাষায় কথা বললেই তাকে আটকানো হচ্ছে'। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি বলছে' । 'অসম থেকে বাংলায় NRC-র নোটিস'। 'অসমের বিজেপি সরকারকে ধিক্কার' । 'রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুলের ভাষাকে অপমান' । 'বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না' । 'ভোটার তালিকা থেকে যেন একটাও নাম বাদ না যায়' । 'রাজ্যে সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে'। ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ কমিশনের । '২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ', আক্রমণ মমতার
আরও খবর....
৯ অগাস্টের নবান্ন অভিযান আটকাতে এবার হাইকোর্টে মামলা দায়ের হল। হাওড়ার বাসিন্দার আর্জিতে সাড়া দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আবেদনে উল্লেখ, নবান্ন অভিযান হলে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে না। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।
৯ অগাস্টের নবান্ন অভিযান আটকাতে এবার হাইকোর্টে মামলা দায়ের হল। হাওড়ার বাসিন্দার আর্জিতে সাড়া দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আবেদনে উল্লেখ, নবান্ন অভিযান হলে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে না। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।



















