Mamata Banerjee: 'বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'আমাদের হৃদয় পাথর নয়'। 'জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার'। 'সবার অস্মিতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে'। 'সেই দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না'। '২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে'। 'ত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে'। 'যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার'। 'জেনেশুনে কারও চাকরি খাইনি'। 'আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়'। 'বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত'। 'যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না'। 'শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে'। 'এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে?' বললেন মমতা।
আরও খবর...
ফের মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। পেট্রোল-ডিজেলে ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল সরকার। বাড়ল এক্সাইজ ডিউটি, আরও দামি হচ্ছে পেট্রোল-ডিজেল।
ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে কারণ সরকার উভয় জ্বালানির উপর প্রতি লিটারে ২ টাকা করে আবগারি শুল্ক বাড়িয়েছে।
মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে, সেই আবহেই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির আশঙ্কা আছে। দেশের ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পরিবহন ও পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে তেলের দামে কোনও পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। রাজ্য পর্যায়ে দামের সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম ₹ ১০৪.২১। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪। একই সময়ে, চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা।





















