Mamata Banerjee: 'বিচারব্যবস্থায় যেন না থাকে রাজনৈতিক পক্ষপাতিত্ব', আবেদন মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'এটা খুব বিপদের যে মানুষ আদালতকে বিচারের মন্দির বলেন' । 'এটা খুব বিপদের আমরা নিজেদের সেই মন্দিরের দেবতা বলে মনে করি' । 'আমি বিচারকদের মানুষের সেবক বলে মনে করি' । মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের । 'দেখুন, যাতে বিচারব্যবস্থায় কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে'। 'বিচারকরা যেন সৎ, স্বচ্ছ ভাবমূর্তির হন, কাজের গোপনীয়তা বজায় রাখেন'। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ যেন তাঁদের পুজো করেন'। বার লাইব্রেরির দ্বিশতবর্ষ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের (supreme court)প্রধান বিচারপতির (DY Chandrachud) সঙ্গে এক মঞ্চে বসে আবেদন মমতা বন্দ্য়োপাধ্যায়ের(Mamata Banerjee)।
রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য । চেন্নাই থেকে শাহাদত মডিউলের আরেক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার । 'রাজমিস্ত্রি সেজে ভিনরাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ'। মঙ্গলকোটের বাসিন্দাকে আনোয়ারকে গ্রেফতার করে দাবি রাজ্য এসটিএফের । ধৃত আনোয়ার, হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদত মডিউলের খোঁজ পাওয়ার পর কাঁকসা থেকে প্রথম হাবিবুল্লাকে গ্রেফতার। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লার আরেক সহযোগী গ্রেফতার । এখনও পর্যন্ত বেঙ্গল এসটিএফের হাতে শাহাদত মডিউলের ৩ জন গ্রেফতার ।