Barasat News: বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড । ভস্মীভূত পরপর কারখানা, গুদাম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড । কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম । একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ । ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন । দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ । ভস্মীভূত পরপর কারখানা, গুদাম । গেট ভেঙে ঢোকানো হল দমকলের গাড়ি
আরও খবর...
খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !


















