Memari:খাবারের মান নিয়ে অভিযোগ, লাঠি-রড নিয়ে মেমারির আল আমিন মিশনে তাণ্ডব বহিরাগতদের। Bangla News
পূর্ব বর্ধমানের মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। গ্রেফতার ৫, হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাঁদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে। পড়ুয়াদের দাবি, তাঁরা হস্টেলের খাবারের নিম্নমান নিয়ে সুপারিনটেন্ডেন্ট-কে গত কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন। গতকালও তাঁরা অভিযোগ জানান। পড়ুয়াদের অভিযোগ, তারপরই সুপারিনটেন্ডেন্ট বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হস্টেলে হামলা চালান। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্টের এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে পাওয়া যায়নি ফোনে।



















