Morning Headlines:ইডির পর এবার আক্রান্ত এনআইএ, কী ব্যবস্থা পুুলিশের? আর কী সকালের শিরোনামে?ABP Ananda LIVE
ইডির পর এবার আক্রান্ত এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে হামলার শিকার। মাথা ফাটল ১ অফিসারের। ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত। সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। কী ব্যবস্থা নিয়েছে পুলিশ? জানতে থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এনআইএ কর্তাদের সঙ্গে কথা রাজ্যপালের। রাজ্যের কাছে চাইলেন রিপোর্ট। ভূপতিনগর বিস্ফোরণে প্রত্যক্ষ যোগ মনোব্রত, বলাইয়ের। হামলাতেও থাকতে পারে ভূমিকা, কোর্টে সওয়াল এনআইএ-র। বাহিনী দেওয়ার আগেই গ্রামে পৌঁছয় এজেন্সি, খবর পুলিশ সূত্রে। মধ্যরাতে কেন অভিযান? পুলিশকে জানিয়ে এসেছে? আসলে হামলা করেছে এনআইএ। ভূপতিনগরে হামলায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কাল ভূপতিনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আর কী রইল সকালের শিরোনামে?
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)