Saif Ali Khan Attacked: সেফ আলি খানের উপর হামলা চালিয়েছিল কে ? প্রকাশ্যে এল অভিযুক্তের ছবি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অভিনেতা সেফ আলি খানের উপর হামলা । গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা । অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেফের ছোট ছেলে জেহ্-র ঘরে ঢুকে যায় বলে অভিযোগ । ওই ব্যক্তিকে দেখে চেঁচামেচি শুরু করেন হাউসকিপার আরিয়ামা ফিলিপস গোলমাল থামাতে গেলে আচমকা সেফের উপর চড়াও হয় ওই ব্যক্তি । অভিনেতার ঘাড়ে ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে । ছুরি দিয়ে সেফকে কোপানো হয়েছে ৬ জায়গায়, খবর হাসপাতাল সূত্রে । তার মধ্যে ২টি আঘাত গুরুতর, খবর পুলিশ সূত্রে । সেফের পাঁজরার হাড়ের কাছে চোট গুরুতর, খবর হাসপাতাল সূত্রে । সেফের পিঠের চোট গুরুতর, মত চিকিৎসকদের । হাসপাতালে করিনা কপূর ও পরিবারের লোকজন । লপিঠে ধারালো কিছু গেঁথে ছিল, হাসপাতালে এলে তা বাইরে বার করেন ডাক্তাররা লীলাবতী হাসপাতালে ভর্তি সেফ, অভিনেতা বিপন্মুক্ত, জানিয়েছেন চিকিৎসকরা । হামলায় জখম সেফের বাড়ির পরিচারিকাও । নিছক চুরিই উদ্দেশ্য, না অন্য কোনও কারণে হামলা? তদন্তে বান্দ্রা থানার পুলিশ । সেফের বাড়ির ৩ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ পুলিশের



















