Municipality Recruitment Scam: মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসেও হানা
ABP Ananda LIVE: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র । একযোগে ৬টি জায়গায় তল্লাশি ED-র । মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসেও হানা । দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি । নিতাই দত্তর লেকটাউনের বাড়িতে তল্লাশি । নাগেরবাজার, লেক টাউন, সল্টলেকে তল্লাশি । অডিটর সঞ্জয় পোদ্দারের কাঁকুড়গাছির ফ্ল্যাটে তল্লাশি
রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্ক
রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্ক। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ। গতরাতে ১০০ ফুট কংক্রিটের ঢালাই রাস্তায় ধস। রূপনারায়ণের নদী বাঁধ চলে গিয়েছে নদী গর্ভে। নদী ভাঙন ঘিরে উত্তেজনা মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু


















