North 24 Pargana: গোবরডাঙায় অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ, প্রতিবাদে রাস্তা অবরোধ TMC-র।Bangla News
গোবরডাঙার বেড়গুমে তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ। বেড়গুম ২ নম্বর অঞ্চলের সভাপতি কল্যাণ দত্তর উপর হামলা। হামলার অভিযোগ কল্যাণের খুড়তুতো ভাই জয়দীপ দত্তর বিরুদ্ধে। বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। হামলাকারী বিজেপি কর্মী, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। অভিযুক্ত জয়দীপ দত্ত পলাতক। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। গুরুতর আহত কল্যাণ দত্তকে আনা হল কলকাতায়। এদিকে ঘটনার প্রতিবাদে বসিরহাটে রোড অবরোধ করে তৃণমূলের নেতা কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে হাবরা ১ নম্বর পঞ্চায়েত সভাপতি অজিত সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারপর অবরোধ ওঠে।



















