North Bengal News:টানা ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে অবশেষে পদত্য়াগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন
ABP Ananda Live: হুমকি, দাদাগিরি, তোলাবাজি-উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় উঠে এল একের পর এক অভিযোগ। এমনকী এক পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক অধ্যাপিকা। পরীক্ষায় কড়া গার্ড না দেওয়ার জন্য যে তাঁর কাছে ফোন আসত, তা স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্ত। টানা ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে পদত্য়াগ করেন তিনি।
আরও খবর, আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল ! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেনদুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে'। 'গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে'। 'এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না'।