DEV: দলের শুদ্ধিকরনের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব | ABP Ananda Live
ABP Ananda Live: দলের শুদ্ধিকরনের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। গোষ্ঠী দ্বন্দ্ব ছেড়ে পুরনো কর্মীদের নিয়ে একসাথে চলার বিষয়ে দলিয় নেতা কর্মীদের নির্দেশ দিলেন সাংসদ দীপক অধিকারী। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। ঘাটাল লোকসভায় ১লক্ষ ৮৬ হাজার ভোটে জিতে তৃতীয়বারের জন্য সংসদে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী বা দেব। দেড় লক্ষাধিক ভোটে জিতলেও পূর্ব মেদিনীপুর জেলার পাঁসকুড়া পশ্চীম বিধানসভায় ১৭৬ ভোটে পিছিয়ে রয়েছেন দেব। এই প্রেক্ষাপটে এবার দলিয় নেতাদের পাশে বসিয়ে কড়া বার্তা দিলেন সাংসদ দীপক অধিকারী। সোমবার পাঁশকুড়ার কেশাপাটে একটি বেসরকারি অতিথিনিবাসে পাঁশকুড়া পশ্চীম বিধানসভার লোকসভা ভোট পরবর্তী পর্যালোচনায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে বসেন সাংসদ দেব। আমি রাজনীতিতে থাকি বা না থাকি দলের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে। দলের মধ্যে যেন সবাই সম্মান পায়। যেরকম ভাবে একজন ব্লক সভাপতি সম্মান পায় সেই রকমই যেন একজন কর্মী ও সম্মান পায়।এটা আমার লোক ওটা তার লোক এই জিনিসটা বন্ধ করতে হবে।