High Court: ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির। ABP Ananda Live
West Bengal News: সিঙ্গল বেঞ্চের (Single Bench) পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় (Dharmatala) বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ নভেম্বর বিজেপির সভায় উপস্থিত থাকার কথা অমিত শাহের (Amit Shah)। 'ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে যেখানে সভা হবে, সেটা শহরের কেন্দ্রবিন্দু'। শহর স্তব্ধ হয়ে যাবে, সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। 'পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয়, কেউ সাধারণ মানুষকে নিয়ে ভাবেন না'। 'সরকারি কর্মচারী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সবাই রাস্তা আটকে মিছিল করে'। পুলিশ অনুমতি দিয়ে দেয়, মন্তব্য প্রধান বিচারপতির। ওখানে ২১ জুলাই ছাড়া আর কোন সভা হয় না, সওয়াল রাজ্যের। ২১ জুলাইয়ের বিশেষত্ব কী? প্রশ্ন প্রধান বিচারপতির, কারণ ব্যাখ্যা রাজ্যের আইনজীবীর। বিধিনিষেধ আরোপ করে অনুমতি দিয়ে দিন, আপনারা অযথা সমস্যা তৈরি করছেন, মন্তব্য প্রধান বিচারপতির। আমরা তাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই, অযথা রাজনৈতিক রং দিচ্ছেন, মন্তব্য প্রধান বিচারপতির। সব সভা বন্ধ করে দেব, কড়া মন্তব্য প্রধান বিচারপতির। 'যে নিয়মের কথা আপনারা বলছেন, শাসক দলের সভার ক্ষেত্রে এই নিয়ম আপনারা মানেন?' সেই তালিকা নিয়ে আসুন, মন্তব্য প্রধান বিচারপতির। ABP Ananda Live