এক্সপ্লোর
East Burdawan : গলসিতে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, ভস্মীভূত কারখানাও।Bangla News
পূর্ব বর্ধমানের গলসিতে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত কারখানার গুদাম। গতকাল রাত ১১টা নাগাদ গলসির ভাসাপুলে ওই ভোজ্য তেলের কারখানার গুদামে আগুন লাগে। তুষের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন লাগার কারণ জানা যায়নি।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন



















