Recruitment Scam : নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে একা অয়নই তুলেছেন ৪০ কোটি টাকা, বিস্ফোরক দাবি ইডি-র
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) অয়ন শীলকে ( Ayan Seal ) জেরা করে ইডি-র ( ED ) হাতে বিস্ফোরক তথ্য। ইডি-র দাবি, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে একা অয়নই তুলেছেন ৪০ কোটি টাকা। টাকা তোলার কথা জানালেও জেরায় অয়নের দাবি, এই টাকার থেকে তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি ৭৫-৮০% টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, অয়নের এই দাবির ভিত্তিতে পুরসভার প্রভাবশালীদের তালিকা তৈরি করা হয়েছে। নামের তালিকা-সহ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। ইডি-র দাবি, এর আগে অয়নের অফিস থেকে বাজেয়াপ্ত করা হার্ড ডিস্কের ফোল্ডারে ১২ কোটি টাকার হিসেব মেলে। সেই সূত্রেই অয়নকে জেরা করা পুরসভায় চাকরির টোপে ৪০ কোটি তোলা হয় বলে জানা গেছে।



















