RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে বেসরকারি হাসপাতালও। বিভিন্ন হাসপাতালে প্রতীকী অনশন
RG Kar Update: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে বেসরকারি হাসপাতালও। অ্যাপোলো, ফর্টিস, CMRI, মেডিকা, পিয়ারলেস, মণিপাল হাসপাতালে আংশিক কর্মবিরতি। বিভিন্ন হাসপাতালে প্রতীকী অনশন। সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।
'৬-৭ দিন অনশন করেই রক্ত বমি? বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে!' এক্স হ্যান্ডলে এই পোস্ট করে বিতর্ক বাধালেন তৃণমূল নেতা। 'যিনি পাঁড় মাতাল বলেছেন, তাঁকে যদি কেউ পাঁড় মূর্খ বলেন, তাহলে তিনি যেনা গায়ে না লাগান'- পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন চলছে। কেউ অসুস্থ হচ্ছেন, আবার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। এইভাবেই চলছে আন্দোলন। দিনে দিনে বাড়ছে ঝাঁঝ। এরইমধ্য়ে অনশনকারীদের অসুস্থতাকে ব্য়ঙ্গ করে তীব্র বিতর্কে জড়ালেন তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, এতদিন এত লোকে অনশন করেছে, কারও রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসঙ্গে কেন হচ্ছে? এর একটাই কারণ হতে পারে, যদি কারও কোনও গ্য়াসট্রাইটিস বা লিভারের সমস্যা থাকে। আগে থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে অ্যালকোহলিক হয় বা অত্যধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে!'