RG Kar:CGO-তে পৌঁছলেন RGকর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ।অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে ঢোকেন তিনি
ABP Ananda LIVE: সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়েছেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের