RG Kar News:কেন ৯০ দিনের মধ্যে CBI চার্জশিট জমা দিতে পারল না?প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা
ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ, সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নব্বই দিনের মধ্য়ে চার্জশিট দিতে পারেনি CBI। যার জেরে,
ধর্ষণ-খুনের মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছেন দুজনই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। এই দুজনের বিরুদ্ধেই রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছিল, জেনেবুঝেই নাকি আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। এমনকী, গোটা ঘটনাটাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। খোদ সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেছিলেন, অপরাধের জায়গা আগের মতো নেই। তার চরিত্রবদল হয়ে গেছে। ধর্ষণ-খুনের ৫ দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে। ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে।



















