RG Kar Doctor Death Case: 'কোর্টে পেশ করা CBI রিপোর্টে প্রচুর গরমিল', অভিযোগ অভয়ার পরিবারের
ABP ANANDA lIVE: 'টাকা নিয়ে তদন্ত ধামাচাপার চেষ্টা। বিক্রি হয়ে গেছে CBI' বিস্ফোরক অভিযোগ অভয়ার পরিবারের। আর জি কর-তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ অভয়ার পরিবারের । CBI-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের । 'টাকা নিয়ে তদন্ত ধামাচাপার চেষ্টা CBI-এর' । 'CBI কোনও কাজ করছে না' । 'CBI এমনভাবে চাপ দিচ্ছে যাতে কেউ মুখ না খোলে' । কোর্টে পেশ করা CBI রিপোর্টে প্রচুর গরমিল, অভিযোগ অভয়ার পরিবারের । রাজ্য সরকারের ভূমিকাতেও প্রশ্ন অভয়ার পরিবারের । 'সাহায্যের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে' । স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলতে বলা হয়, একটি ফোন নম্বরও দেন' । বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি, দাবি অভয়ার পরিবারের ।
সোশ্য়াল মিডিয়ায় শুভেন্দুকে নিয়ে বিতর্কিত পোস্ট তৃণাঙ্কুরের, পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার
এবার তরজা শুভেন্দু অধিকারী ও তৃণাঙ্কুর ভট্টাচার্যের। এবার বিরোধী দলনেতাকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির। থেমে থাকেননি শুভেন্দুও। তিনিও পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তৃণাঙ্কুরকে এর ফল ভুগতে হবে। তবে পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।
শুভেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, ''অত্যন্ত নিম্নমানের, AI প্রয়োগ করে তৃণমূলের এই কর্মচারী এই কাজটা ভাইপোর কথায় করেছে। আমি মুখে কিছু বলব না। আমি ওর মালিককে হারিয়েছি। মমতা বন্দ্যােপাধ্য়ায়কে হারিয়েছে। তাই তৃণাঙ্কুরের সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে। ও তো আগে চুন আর ব্লিচিং সাপ্লাই করত। একজন হিন্দু বাড়ির ছেলেকে যেভাবে আস্থায় আঘাত করেছে। তার ফল ওকে ভুগতে হবে।''


















