RG Kar:'মানুষের একত্রিত হয়ে প্রতিবাদ কোনও সরকার কোনও দিন সহ্য করতে পারেনি',বললেন নির্যাতিতার বাবা-মা
ABP Ananda LIVE: তাঁরা আজ অস্ত্র ছাড়া গোলাপ ফুল নিয়ে নিজেদের দাবি জানাতে গেছে, দাবিটা আগে শুনুন তারপর উপযুক্ত মনে করলে উনি ব্যবস্থা নিলে নেবেন। উনি তো দেখছি ছাত্রদের আটকানোর জন্য লৌহ কপাট দিয়েছে। ডাক্তারদের সময় অনেক মূল্যবান, তাঁদের সঙ্গে দেখা করা উচিত। কত নিকৃষ্ট ধরনের মানসিকতা, জুনিয়র চিকিৎসকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল এবং এক জায়গায় বসে তাঁরা তাঁদের আন্দোলন করছে, কিন্তু সেটা কলকাতা পুলিশ কমিশনার শুনতে চাইছেন না, তিনি অমানবিক কাজ করছেন। মানুষের একত্রিত হয়ে প্রতিবাদ কোনও সরকার কোনও দিন সহ্য করতে পারেনি, বললেন নির্যাতিতার বাবা-মা।
পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, শুরু অবস্থান বিক্ষোভ। লালবাজারের অনেক আগেই মিছিল আটকাল পুলিশ। পাল্টা পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। নিরস্ত্র ডাক্তারদের আটকাতে ব্যারিকেড পুলিশের। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, দিকে দিকে বিজেপির DM অফিস অভিযান। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা I আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা।
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)