RG Kar News: সিবিআইয়ের স্ক্যানারে সঞ্জয় রায়ের কল রেকর্ড। ABP Ananda Live
ABP Ananda Live: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাংলা বন্ধের ডাক দিয়েছেন এসইউসিআই। অন্যদিকে বাংলাকে স্তব্ধ করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বনধ্ করে হোক বা যেভাব হোক বাংলা স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের বাংলায় স্ট্রাইক হয় না। কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে যোগ দেবে সে নিজেরটা নিজে বুঝে নেবেন। আমি সকলকে আবেদন করব সবকিছু খোলা রাখতে। বাংলাকে অচল করে সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।' আরজি কর হাসপাতালে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। সুবিচারের দাবিতে বুধবার ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের রাস্তা দখলে পথে নেমেছিলেন অগুনতি সাধারণ মানুষ। শহর থেকে জেলা সর্বত্র দেখা গিয়েছে জনজোয়ার। এই প্রসঙ্গে মৃতা চিকিৎসকের বাবা বলেছেন, যাঁরা পথে নেমেছেন তাঁরা সকলেই তাঁর সন্তানসম। এক মেয়েকে হারিয়ে তিনি অনেক মেয়ে পেয়েছেন। মিছিলে হাঁটা তরুণরা তাঁর ছেলের মত। সুবিচার, ন্যায় পাওয়া না পর্যন্ত এঁরা সকলেই তাঁর পাশে থাকবে বলে বিশ্বাস মৃতার বাবার। নিজের মেয়েকে কখনও ধন্যবাদ জানাননি। তাই সন্তানসম এই তরুণ, তরুণীদেরও ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রতিবাদকে ছোট করতে চান না বলেও জানিয়েছেন তিনি।