RG Kar Live: 'যদি কেউ দোষী হয় তিনি শাস্তি পাবেন', জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গিয়ে আশ্বাস মমতার
RG Kar News: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি। আপনারা ৩৩-৩৪ দিন রাস্তায় বসে আছেন, আমিও জেগে থেকেছি। আর কষ্ট না করে কাজে ফিরুন। প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তাভাবনা করব'। আর জি কর মেডিক্যাল সহ সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। ভরসা রাখতে জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, 'আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমার পোস্ট বড় কথা নয়, মানুষের পোস্ট বড় কথা। কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি'। ABP Ananda Live