Durgapuja 2024:RG কর কাণ্ডের প্রতিবাদে আড়ম্বরহীন পুজো বারাসাতের চট্টোপাধ্যায় পরিবারের
RG Kar Live: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আড়ম্বরহীন পুজো করার সিদ্ধান্ত বারাসতের চট্টোপাধ্যায় পরিবারের। শতবর্ষ পুরনো এই পুজোয় প্রতিবছর চোখে পড়ার মতো ধূমধাম হয়। পরিবারের সদস্য ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ চট্টোপাধ্যায় বাড়ির পুজো দেখতে আসেন। মহালয়ার দিন বস্ত্রবিতরণ ও অষ্টমীর দিন ভোগ বিতরণ করেন পরিবারের সদস্যরা। আর জি কর- কাণ্ডের জেরে এই বছর সব কর্মসূচি বাতিল করা হয়েছে। দেবীর কাছে কেবল নিহত চিকিৎসকের সুবিচারের দাবি জানানোরই সিদ্ধান্ত পরিবারের সকল সদস্যদের।
আরও খবর,
দক্ষিণ কলকাতার গড়িয়া মোড় সংলগ্ন শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজোয় এবার মানব সভ্যতার ইতিহাসের এবং বিবর্তনের ঝলক। এটাই বিশ্বাস যে মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় তিন লক্ষ বছর আগে। খাদ্য আশ্রয় এবং নিরাপত্তার খোঁজে তারপর নিরন্তর চলেছে লড়াই। সভ্যতা যত এগিয়েছে ততই ঘটেছে উদ্ভাবন বিকশিত হয়েছে সরঞ্জাম উন্নতি হয়েছে ভাষা ও সমাজের।