RG Kar News:সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশে কীভাবে এত দাপট সঞ্জয় রায়ের? লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ
ABP Ananda LIVE: আরজি কর কাণ্ডের তদন্তে সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে ৬৩ । আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুন, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, কাল সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব। কীসের ভিত্তিতে নির্যাতিতার বাড়িতে ফোন? জানতে চায় পুলিশ: সূত্র । আরজি করের ৭জন জুনিয়র চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ। কাল আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও লালবাজারে তলব। শুধু ৪তলার নয়, পুলিশের নজরে হাসপাতালের ৩০টি ক্যামেরার ফুটেজ । চিকিৎসককে ধর্ষণ-খুনে শুধু কি একাই সঞ্জয়, নাকি জড়িত আরও কেউ? কীভাবে সঞ্জয় জানল ওই সময় সেমিনার রুমে নির্যাতিতা ছাড়া আর কেউ নেই? 'নির্যাতিতা চিকিৎসক ঘুমোচ্ছেন, রাত ৩টেয় দেখে আসেন এক জুনিয়র'। 'রাত ২.৩৫-এও একজনের মেসেজের উত্তর দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসক'। তাহলে কী করে সঞ্জয় নিশ্চিত হল সেমিনার রুমে আর কেউ নেই? তাহলে কি এর সঙ্গে আরও কেউ জড়িত? কেউ খবর দিয়েছিল সঞ্জয়কে? একের পর এক রহস্যের জট খোলার চেষ্টায় কলকাতা পুলিশের সিট: সূত্র । সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশে কীভাবে এত দাপট সঞ্জয় রায়ের? উত্তরের খোঁজে ৫জন পুলিশ, সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ । সোশাল মিডিয়ায় অভিও ভাইরাল, সাক্ষী হিসেবে ১৫জনকে তলব: সূত্র।